পঞ্চবিধ দোষ বিবর্জিত, পঞ্চবিধগুণ সমন্বিত কঠিন চীবর ভিক্ষু সংঘের বিশুদ্ধি সাধনে সহায়তা করে, সেই কারণে কঠিন চীবর দান সর্বোত্তম দান...।
আপনিও সর্বোত্তম দানের মহান পূণ্যের ভাগীদার হতে আপনার নিকটস্থ বিহারটিতে শুভ কঠিন চীবর দানে অংশগ্রহণ করুন, অন্যকেও কঠিন চীবর দানে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন...................
![]() |
চীবর দান উপলক্ষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উত্তরমুছুনজয়তু বুদ্ধ শাসনম ।
উত্তরমুছুনআমি ও সকলের সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
উত্তরমুছুন